জুরাইন প্রেসক্লাব: জাতীয় দৈনিক বর্তমান কোথা’য় বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও জুরাইন প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমেদ শোহেল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শাহেল আহম্মেদ শোহেল কে বর্তমান কথার বার্তা বিভাগ থেকে সম্পাদক মহোদয় নিজে উপস্থিত থেকে নিয়োগ পত্র, পরিচয় পত্র মোটরসাইকেলের স্টিকার ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেন।
সোহেল বলেন, জাতীয় দৈনিক বর্তমান কথার পক্ষ থেকে আমাকে বিশেষ প্রতিনিধি হিসেবে সমগ্র বাংলাদেশে সকল প্রকার সংবাদ কাভারের দায়িত্ব দেয়া হয়েছে। এব্যাপারে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
ইতিপূর্বে সাংবাদিক সোহেল জাতীয় দৈনিক মাতৃছায়া ও দিন প্রতিদিন পত্রিকার সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।