লিবার্টি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এসএম বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুবিন রতন প্রমুখ।অত্র প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গৌতম রায় ।
এ সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী।এবং প্রধান অতিথি ড.কেএম কামরুজ্জামান সেলিমকে ক্রেষ্ট প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক এসএম বেলাল।পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণ শেষে লিবার্টি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি: