নিখোঁজের ২ মাস ১০ দিন পর সাংবাদিক উৎপল দাসের খোঁজ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় কে বা কারা তাঁকে রেখে গেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন,
বলা হয়, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। পরে কথা বলবেন।
গত রাত ১২টা ৫০ মিনিটে ভুলতার আধুরিয়া এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে উৎপলকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ভুলতা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে।
রাত সাড়ে ১২টার দিকে উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস প্রথম আলোকে বলেন, উৎপল তাঁকে ফোন করে বলেছেন তিনি ভুলতার গাউছিয়ায় আছেন। কাল (আজ বুধবার) যেন সেখানে তাঁকে আনতে যান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের যুগ্ম মহাসচিব পুলক ঘটক বলেন, উৎপলের সঙ্গে তাঁরও কথা হয়েছে। উৎপল তাঁকে বলেছেন, তিনি নিরাপদ ও ভালো আছেন। বুধবার সকালে বাড়ি ফিরবেন।