শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করে সীমানাহীন বাংলাদেশ সীমানা নির্ধারণে সক্ষম হয়েছে। পাশাপাশি সমুদ্র বিজয়ের মাধ্যমে বঙ্গোপসাগরে সীমানা নিশ্চিত করে বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণতা পেয়েছে।
যারা আদমজীর মতো ঐতিহ্যবাহী পাটকল বন্ধ করে দিতে পারে, তারা পুনরায় ক্ষমতায় আসলে রাষ্ট্রায়ত্ত কল-কারখানাগুলো বন্ধ করে দেবে বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।
আজ সোমবার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে ‘মহান বিজয় দিবস-২০১৭’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান শিল্পমন্ত্রী। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম, বিসিক চেয়্যারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, বিটাক মহাপরিচালক ড. দিলীপ কুমার শর্মা, বিসিআইসি’র চেয়ারম্যান শাহ্ মো. আমিনুল হক ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক বক্তব্য রাখেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার গৃহীত উন্নয়ন কর্মসূচি সফলভাবে সমাপ্ত করতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের বর্তমান চিত্র দেখলে মনে হয়, বার বার হত্যা চেষ্টা সত্ত্বেও মহান আল্লাহ্তায়ালা বাংলার জনগণের ভাগ্যের উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।