প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করা ফ্লাইটে ত্রুটির ঘটনার মামলায় গ্রেপ্তারকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০ কর্মীকে জামিন দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত তাদের এই জামিন মঞ্জুর করেন। এ মামলায় গ্রেপ্তার অপর আসামি প্রকৌশলী নাজমুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ সিএমএম আদালত থেকে ১০ জন জামিন পান। গত ৮ ডিসেম্বর এই মামলার ১১ জন আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ।
জামিন পাওয়া ১০ জন হলেন- প্রধান প্রকৌশল কর্মকর্তা (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী জাকির হোসাইন, এস এম রোকনুজ্জামান, সামিউল হক, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান ও জুনিয়ার টেকনিশিয়ান শাহ আলম।