দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে গড়েয়া ইসকনে ৩ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মসভার আয়োজন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর শ্রী শ্রী রাধা-গোপীনাথ ইসকন মন্দিরে (২৫ জানুয়ারি) শনিবার সকালে সনাতন ধর্মসভা, দীক্ষা – যজ্ঞ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন’র) অন্যতম আচার্য্য, প্রবীণ সন্ন্যাসী, জিবিসি ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ ।
নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এ সনাতন ধর্মানুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলবে ২৭ জানুয়ারী পর্যন্ত।
৩ দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ইসকন মহারাজ ও সন্ন্যাসীরা সনাতন ধর্ম বিষয়ক আলোচনায় অংশ নেবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা পুলিশ সুপার মোহা:মনিরুজ্জামান পিপিএম সেবা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুণাংশু দত্ত টিটোসহ স্থানীয় সনাতন ধর্মীয় নেতারা ।
