Crime-24
চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ২জন নিহত হয়েছেন। এছাড়াও, দগ্ধ হয়েছেন আরও অন্তত ৭জন।
শনিবার, দেশটির জিয়াংসু প্রদেশের লিয়ানিউঙ্গাং শহরের একটি রাসায়নিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে কারখানাটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। এছাড়াও, বিস্ফোরণে নিকটবর্তী আরও ছয়টি ছোট কারখানা ধসে পড়লে, ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন অন্তত সাত শ্রমিক।
তবে, ওই শ্রমিক জীবিত রয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধারে অভিযান চলছে বলেও জানানো হয়। তবে, ঠিক কি কারণে এ বিস্ফোরণে ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।