মেহেদী হাসান রাজু
জয়পুরহাট সদরের করিমনগর এলাকায় নানাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে আপন নাতির বিরুদ্ধে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা নাতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বায়েজিদ বোস্তামি (২২) সদর উপজেলার সগুনা এলাকার লিটনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার করিমনগর এলাকার নানা বেলাল হোসেনের (৬৫) বাড়িতে থেকে তার মেয়ের ছেলে (নাতি) বায়েজিদ বোস্তামি লেখাপড়া করেন। বুধবার সকাল ১০টার দিকে বাড়ির কেউ না থাকার সুযোগে নানাকে ধারালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালানোর চেষ্টা করে।
এ সময় গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখে আটক করে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রায়হান আলম বলেন, খবর পেয়ে বেলা ১১টার দিকে করিমনগর এলাকা থেকে বেলাল হোসেনের লাশ উদ্ধার করা হয় এবং তার নাতি বায়েজিদ বোস্তামিকে আটক করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।