আকতার হোসেন বকুল
ভারতীয় বিভিন্ন খাদ্য পণ্য সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য উদ্ধার করেছে। যার মধ্যে ছিলো আমূল দুধ, বিভিন্ন প্রকারের বিস্কুট, চা, চকলেটসহ নানান প্রকারের খাদ্য দ্রব্য। এসব ভারতীয় পণ্য বহনের কাজে ব্যবহিত একটি সাইকেল ও একটি মটরসাইকেল জব্দ করেন তাঁরা। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ টাকা।
আটাপাড়া ক্যাম্প কমান্ডা আঃ মান্নান বলেন, বুধবার দিনব্যাপী সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়েছে।