ঠাকুরগাঁও সদর উপজেলার পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ বিতর্কে সেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩আগস্ট) সদর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত শিশুদের মৌসুমী প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়।
শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ। দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীরা হলো সিফাত হাসান, খালিদ বিন আলী, লিমন ইসলাম, আবিদা ফেরদৌস আজমী দলের সমন্বয়কারী ছিলেন,সহকারী শিক্ষক ও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ নুরুজ্জামান শাহ ও সহকারি শিক্ষক মোঃ রবিউল ইসলাম। বিতর্কে সেরা নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় এ সাফল্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এছাড়া ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বিতর্ক ক্লাবকে আন্তরিক অভিনন্দন জানান। সেই সাথে তিনি বিতর্ক ক্লাবের সভাপতি নুরুজ্জামান শাহসহ সংশ্লিষ্ট সকলকে অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নুরে আলম শাহ ঠাকুরগাঁও