তারেকুর রহমান, টেকনাফ প্রতিনিধি।
অনলাইন নিউজ পোর্টাল BJLNEWS24.COM এ কক্সবাজার জেলা প্রধান এর দায়িত্ব পেলেন বিশিষ্ট সাংবাদিক তারেকুর রহমান।
এর আগে তিনি কক্সবাজারের কয়েকটি স্থানীয় পত্রিকা ও crimereport-24.com এর টেকনাফ থানা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।তিনি তার জীবনের সাফল্য ও বাংলাদেশ সাংবাদিকতার অনেক অগ্রাধিকার পালন করে যাচ্ছে। সেই সাথে বিজেএল নিউজ ২৪.কম এর কক্সবাজার জেলা প্রধান করার জন্য বিজেএল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল কে মনের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।