Breaking News
Home / আন্তর্জাতিক / ঘূর্ণিঝড় ডোরিয়ানের তাণ্ডবে বিধ্বস্ত বাহামা, নিহত ৫

ঘূর্ণিঝড় ডোরিয়ানের তাণ্ডবে বিধ্বস্ত বাহামা, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ডোরিয়ানের হামলায় বাহামায় অন্তত ৫ জন নিহত হয়েছে। রবিবার স্থানীয় সময় মধ্যদুপুরে ডোরিয়ান আঘাত হানে দ্বীপরাষ্ট্রটিতে।

বিবিসি জানায়, সর্বোচ্চ ৫ ক্যাটাগরির এই হারিকেন দ্বীপরাষ্ট্রটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস জানান, নিহত পাঁচজন দেশটির উত্তর-পশ্চিম অ্যাবাকো দ্বীপপুঞ্জের বাসিন্দা। ঘূর্ণিঝড়টিতে ওই এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আন্তর্জাতিক রেডক্রস জানায়, ডোরিয়ানের আঘাতে দেশটিতে ১৩ হাজারের মতো ঘরবাড়ি ক্ষয়ক্ষতি ও ধ্বংস হয়ে যায়। উপড়ে পড়েছে  গাছপালা। এ ছাড়া প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার সৃষ্টির হয়েছে।

বাহামায় আঘাত হানার সময় ডোরিয়ানের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।

মিনিস জানান, ডোরিয়ান আটলান্টিকের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়। একই সঙ্গে ভয়াবহ প্রলয়ংকরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বাতাতে বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং সেগুলো জলমগ্ন হয়ে পড়েছে। ডুবে যাওয়া নৌযানের ধ্বংসাবশেষ পানিতে ভাসছে।

ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে ধীরে অগ্রসর হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব সমুদ্র উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে। ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Check Also

খাগড়াছড়িতে ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আশিকুর রহমান নয়ন খাগড়াছড়িতে ভাষা শহীদদের স্মরণ করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন। সোমবার সকাল ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *