হেবজুল বাহার ব্রাক্ষনবাড়ীয়া জেলা প্রতিনিধিঃ,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)ইহসানুল হাসান ও এএসআই মোঃ ইউসুফ সহ সংগীয় ফোর্সের সহায়তায় সলিমগঞ্জ ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রবিবার(২৫/০৮)রাতে আশিকুর রহমান আশিক(৩২)কে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ক্যান সহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আশিক উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল(কলেজ পাড়ার)গ্রামের মো.খলিলুর রহমানে ওরফে খলিল মেম্বারের ছেলে।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসান জানান,রবিবার রাতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৬৩ ক্যান বিদেশি বিয়ার সহ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)রনোজিত রায় সাংবাদিকদের বলেন,উপরোক্ত আসামী কে মাদকের নিয়মিত মামলা রুজু করে সোমবার(২৬/০৮)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।