ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার
(২৬ আগস্ট)সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে(pwd)বিদ্যমান সার্কিট হাউজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ এর শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড:কেএম কামরুজ্জামান সেলিম, উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:মনিরুজ্জামান সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, মোঃ মনিরুজ্জামান সরকার বলেন, ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার্কিট হাউসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ৩ (তিন) কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী কাজ সমাপ্ত হবে ২০২০ সালের জুন মাসে। উক্ত কাজ আজ আমরা উদ্বোধন করলাম। আর এই উদ্বোধনী কাজ শুভ সূচনা করেন ,সম্মানিত জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম ।
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও