Breaking News
Home / অপরাধ / আইন ও আদালত / দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

এম জাবেদ হোসাইন ( মীরসরাই প্রতিনিধি)

চট্টগ্রামের মীরসরাইয়ের প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের প্রথম পুনর্মিলনী গত ১৬ আগষ্ট ‘১৯ চট্টগ্রাম শহরের কাট্টলী টোল রোড সংলগ্ন ‘সাহেব বাবুর বৈঠক খানা ‘ রেস্টুরেন্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। দেশ বিদেশে অবস্থানরত ২৩ জন সহপাঠী দীর্ঘ ৩৫ বছর পর প্রথমবার মিলিত হলে এক আবেগঘন, স্মৃতি-ভারাক্রান্ত ভালবাসার পরিবেশ তৈরী হয়।
শুরুতেই প্রয়াত শিক্ষক – সহপাঠীদের স্মরণ ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সারাদিন সবাই আলোচনা, স্মৃতিচারণ , আড্ডা, নাচ গান, খাওয়া, ছবিতোলা, হাসি খুনসুটি , হৈ- হুল্লোড়ে মেতে,,, নিজেদের ফেলে আসা দিনগুলোতে যেনো ফিরে যায়।
দূর্গাপুর স্কুল ১৯৮৪ ব্যাচ নামে সংগঠন গড়ে তোলা, ফান্ড সংগ্রহ, শিক্ষা, স্কুল ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা, যোগাযোগ বিচ্ছিন্ন সহপাঠীদের খুঁজে সংগঠিত করা, প্রতিবছর পুনর্মিলনীর আয়োজন সহ,,, নানান সিদ্ধান্ত গ্রহন শেষে সহপাঠীরা আগামী মিলনমেলার প্রত্যাশায় ও পরস্পরের শুভকামনায় অশ্রুসিক্ত নয়নে পরস্পরকে বিদায় জানায়।।

Check Also

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারমো জুবায়ের আলম সৈকত বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *