রানীশংকৈল থেকে:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর চিকনমাটি পশ্চিমপাড়া গ্রামের সুরুয মিয়ার অর্ধশতাধিক মেহগনি গাছ রাতের বেলায় উপড়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ১০ দিন আগে সুরুজ মিয়া তার নিজস্ব জমিতে অনেকগুলো মেহগনি গাছ লাগান। শুক্রবার সকালে সুরুজ মিয়ার ছোট ছেলে ফারুক অর্ধশতাধিক গাছ উপড়ে ফেলে দেয়ার অবস্থা দেখতে পায়।
বিষয়টি সাথে সাথে তার বাবাকে জানানো হলে তার বাবাসহ এলাকাবাসী ও গ্রাম্য পুলিশ হোসেন ঘটনাস্থলে যান এবং দৃশ্যটি দেখতে পান। বিষয়টি গ্রামের বাবলু মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের নজরে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, এটা কোন ভালো মানুষের কাজ হতে পারে না, মানুষের সাথে শত্রুতা থাকলে, ক্ষোভ থাকলে মানুষের সাথে মোকাবেলা করবে। কিন্তু গাছের সাথে কিসের শত্রুতা? গাছ গুলো মেরে নষ্ট করে কি লাভ? এটা শুধু মানুষ নামে পশুর দ্বারায় সম্ভব বলে মন্তব্য করেন
তারা।
জিজ্ঞাসাবাদে ফারুক জানান, আজকে দিয়ে দুই বার গাছ নষ্ট করেছে । মাসখানেক হলো আরেক বার ত্রিশটি গাছ উপড়ে নষ্ট করছিল। দ্বিতীয় বারের লাগানো গাছ গুলো আজকে আবার রাতে উঠিয়ে ফেলেছে। স্হানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করলেও কোনো আমলে আসছেনা।
এদিকে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফকে জানানো হলে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি স্হানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন সুরুয মিয়াসহ এলাকাবাসী।