ফয়সাল মাহমুদ:- লক্ষ্মীপুর প্রতিনিধি।
অামাদের প্রিয় গন্ধব্যপুর, এটি একটি ফেসবুক পেইজ, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন, এটি অবস্থিত লক্ষ্মীপুর,চন্দ্রগন্জ ১৪ নং মান্দারী ইউনিয়ান ৮ নং ওয়ার্ড, এই গ্রামের নাম গন্ধব্যপুর, এই গন্ধব্যপুর একটি অাদর্শ গ্রাম হিসেবে পরিচিত।
এই গন্ধব্যপুরের কিছু গুণি ও সিনিয়ার ব্যাক্তি মনে করেন, এই গ্রামের সুন্দর দৃশ্য গুলি , ও গ্রামের অাদর্শ ধরে রাখতে ও এই গ্রামের গরীব অসহায় মানুষকে দারিদ্র মুক্ত করার জন্য, এলাকার তরুণদেরকে সাথে নিয়ে একটি ছাতার তলে এসে কাজ করবে,সেই ছাতাটা হবে অামাদের প্রিয় গন্ধব্যপুর, তাই এক বছর অাগে এই সংগঠনটি প্রতিষ্টা করা হয়েছে।
১৪/০৮/১৯ বুধবারে, নুরুল করিম খসরুর সভাপতিত্বে সংগঠনের ঈদ পূর্ন মিলনী ও ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠানের অায়োজন করা হয়। গন্ধব্যপুর সিনিয়র অালিম মাদ্রাসায়।
অনুষ্ঠানে গ্রামের মানুষের জীবন মান উন্নয়ন সহ বিভিন্ন কল্যানমুখি চেতনা
ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
উপস্থিত ছিলেন: সংগঠনের অাহ্বায়ক কমিটির, নুরুউল করিম খসরু, যুগ্ম-অাহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, এডভোকেড মোঃআব্দুল কুদ্দুস বাদল, সিরাজুল ইসলাম বাবুল,
হেলাল উদ্দিন, গাজী গিয়াস উদ্দিন, নাসির উদ্দিন মাহমুদ,
মাওলানা মফিজুল ইসলাম , মোঃ রেজাউল করিম, প্রমুর্খ।
বক্তব্য রাখেন : সাংবাদিক রবিউল ইসলাম, ও উক্ত ওয়াডের মেম্বার মোরশেদ অালম, অনলাইন এক্টিভ ফোরামের সভাপতি কামাল হোসেন মাহবুব, গন্ধব্যপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, রাজন হোসেন, ও উক্ত সংগঠনের সদস্যবৃন্দু সহ অারো অনেক এ।
সঞ্চালনা : রেজাউল ইসলাম খাঁন।
অনুষ্ঠানটির সহযোগীতা করেন :- সেচ্ছাসেবী সংগঠন অনলাইন একটিভ ফেরাম- লক্ষ্মীপুর এর সদস্যবৃন্দু।