নিজস্ব প্রতিনিধি।
পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা কমিটির আয়োজনে কুরবানী পশুর বর্জ্য যথাস্থানে রাখার জন্য দিনব্যাপি মাইকিং করা হয় জেলার বিশেষ বিশেষ স্থানে। এডিস মশা থেকে রক্ষা পেতে স্থানীয় ভাবে সচেতন হতে জনগণকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা করা হয়।
পরিবেশ রক্ষার জন্য এবং মানুষের স্বাস্থ্য রক্ষার কুববানী পশুর বর্জৃ্র পুতে পেলা এবং পৌরসভা, স্থানীয় প্রশাসন কর্তৃক নির্দিষ্ট স্থানে বর্জ্য পালানো এবং জনগণকে সচেতনতার জন্য এই প্রচারণার করা হয়।
মুসলিমের জন্য ফরজ হলো কুরবানী, সেই সাথে কুরবানী পশুর বর্জ্য যথাস্থানে রাখাও নৈতিক দ্বায়িত্ব।
মাদারীপুর জেলা সবুজ বাংলাদেশ সমন্বয়ক হযরত আলী বলেন পবিত্র কুরবানী পশু বর্জ্য যথাস্থানে রাখা সামাজিক দ্বায়িত্ব এটি সবার নৈতিক মুল্যবোধ।
মাইকিং প্রচারণা ছিলেন সমন্বয়ক হযরত আলী, ইমরান মুন্সি, আবু তালেব প্রমূখ।