আনোয়ার হোসেন : শ্যামপুর বাসী ও গণমাধ্যম কর্মীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সম্মানিত শ্যামপুর বাসী ও গণমাধ্যম কর্মীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
রোববার (১১ আগস্ট) দুপুরে শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান নিজেই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায়, কোরবানী পশুর হাটে নিরাপত্তা এবং সড়ক ও মহাসড়কে যানজট নিরসনে শ্যামপুর মডেল থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। যা জনগণের মাঝে প্রসংশিত হয়েছে। এ জন্য শ্যামপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।