মোহাম্মদ আনোয়ার হোসেন:
জুরাইন প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির উদ্যোগে স্মরণিকার মোড়ক উম্মোচন করা হয়েছে। ৭ আগস্ট (বুধবার) বেলা ১২টার দিকে জুরাইন প্রেসক্লাব কার্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণিকার মোড়ক উম্মাচন করেন ক্লাবের উপদেষ্টা শাহ মোয়াজ্জেম, সভাপতি জনাব সাহেল আহমেদ সোহেল ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাসেল কবিরসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অপরাধ বিষয়ক ম্যাগাজিন জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা সিনিয়র সাংবাদিক ও ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্মরণিকা কমিটির আহ্বায়ক রূপবানী পত্রিকার সাংবাদিক মোঃ মমিনুল ইসলাম, বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক হাজী আব্দুর রহিম, দৈনিক সমকাল সাংবাদিক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান । এছাড়াও বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।