ফয়সাল মাহমুদ-লক্ষ্মীপুর প্রতিনিধি
পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ রায়পুর উপজেলার আয়োজনে মাসব্যপি বৃক্ষরোপন এর উদ্বোধন করা হয় ৬আগস্ট রোজ মঙ্গলবার রায়পুর মহিলা কলেজে।
অনুষ্টানে রায়পুর মহিলা কলেজের অধ্যক্ষ উম্মে হানী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাননীয় সংসদ সদস্য কাজী শহিদ পাপুল এর কন্যা কাজী ওয়াফা ইসলাম।উদ্বোধন করেন কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ।
আহবায়ক পৌর আওয়ামীলীগ, রায়পুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহীন আলম, সহ-সভাপতি এ কে এম মাহবুবুর রশিদ চৌধুরী।
আলোচনা সভায় বৃক্ষরোপণের গুরুত্ব ছাত্রীদের মাঝে তুলে ধরা হয় এবং সকলকে বৃক্ষরোপণের জন্য আহবান করা হয়।
প্রধানমন্ত্রীর ঘোসনা অনুযায়ী সকলকে তিনটি করে গাছ রোপনের জন্য অনুরোধ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি কাজী ওয়াফা ইসলাম বলেন পরিবেশবাদী সংগঠন হিসেবে সবুজ বাংলাদেশের এমন আয়োজনকে সাধুবাদ জানাই এবং দেশের পরিবেশ রক্ষায় সকলের প্রয়োজন প্রচুর বৃক্ষরোপণ করা। এতে করে আমরা সুন্দর পরিবেশে বেঁচে থাকবো।
অনুষ্টানের শুরুতে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয় এবং দোয়া করা হয়।
আলোচনা সভা শেষে ছাত্রীদের মাঝে (প্রায়) ৩০০ বৃক্ষ বিতরণ করা হয়।
এবং গাছ হাতে নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গু, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধে সচেতনতা মূলক র্যালি করা হয়।
সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন
বৈশাখী টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু, রায়পুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি তুহিন চৌধুরী, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, রায়পুর সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মুরাদ।
এইছাড়াও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ যুগ্ন-সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম , মোঃ শালমান শাহ্ রাহাত হোসেন পাটওয়ারী , নুরুল ইসলাম ফাহাদ প্রমুখ।