মোহাম্মদ শাহ্ আলম হবিগঞ্জ প্রতিনিধি
বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, হাসপাতালের কোনো কর্মচারী যদি দালালদের আশ্রয় দেয়। দালালদের মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টা করে। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওষুধ পাচারের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মাসিক ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু শনাক্তকরণ মেশিনসহ পরীক্ষা-নিরীক্ষার সব যন্ত্রপাতি দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হতে হবে। পাশাপাশি ডাক্তারদের সবসময় সতর্ক থাকতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লাহ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতীন্দ্র চন্দ্র দেব, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান প্রমুখ।