মোহাম্মদ রাসেল স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলা।
রক্তের গ্রুপ জানবো,রক্ত দান করবো এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ সময় এলাকা প্রায় তিনশত মানুষকে রক্ত পরীক্ষা করে গ্রুপ জানিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল তরুনদের সংগঠন উদীপ্ত আয়োজনে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব শাখা ও হযরত শাহ্ মঈন উদ্দিন সোশাল ফাউন্ডেশনে সহযোগিতায় ক্লাবের এ বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি, মোঃ হাবিবুর রহমান লিটন। ক্লাবের সাধারন সম্পাদক মামুন আহমদ ও সহ সভাপতি এবাদুল হক ইমন সহ ক্লাবের সকল সদস্য বৃন্দু।
সভাপতি,হাবিবুর রহমান লিটন বলেন,প্রতিটি মানুষেরই তার রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরী। আমাদের প্রয়োজনে যে ভাবে অন্যের কাছে থেকে রক্ত নিবো। সে ভাবে অন্যের প্রয়োজনে ও রক্ত দেওয়ার ব্যবস্থা করবো।
আজীবনে এ ধরনের ভালো কাজে আয়োজন অবযাহত থাকবে।