মোহাম্মদ আনোয়ার হোসেনঃ
শ্যামপুর মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান থানায় যোগদান করার কয়েক মাসের মধ্যেই শ্যামপুর, পোস্তগোলা, করিমুল্লারবাগ, আরসিন গেট, আইজি গেট , মুন্সিবাড়ি, জুরাইন খন্দকার রোড, তুলা বাগিচাসহ থানা এলাকার সকল সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। প্রথম থেকেই বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে, মাদক ব্যবসায়ীদের আটক করে অপরাধীদের মনে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছেন। পোস্তগোলার বিভিন্ন আবাসিক হোটেলে একের পর এক অভিযান পরিচালনা করে বন্ধ করে দিয়েছেন অসামাজিক কার্যকলাপ এবং আটক করেছেন বেশ কিছু নারী সহ দালালদের। শ্যামপুর থানা এলাকার মানুষ এখন বিশ্বাস করে পুলিশ কর্মকর্তা ওসি মিজানুর রহমানই পারবেন, একটি অপরাধ মুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজি মুক্ত পরিচ্ছন্ন থানা উপহার দিতে। সততা, সচ্ছতা, কর্মনিষ্ঠা ও বিচক্ষণতা দিয়ে তিনি এর আগের সকল কর্মস্থলে সকল শ্রেনীর মানুষের মনে জায়গা করে নিয়েছেন । তাইতো আজ ও পুরাতন কর্মস্থলের মানুষ এর কাছে ভালবাসার আরেক নাম পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান। অসহায় মানুষের পাশে সব সময় ছিলেন তিনি। তার বক্তব্যে তিনি সব সময়ই বলেছেন পুলিশ ই জনতা, জনতাই পুলিশ। শ্যামপুর মডেল থানার ওসির কড়া নির্দেশ থানায় এসে জিডি করতে, অভিযোগ করতে এমনকি মামলা করতেও কাউকে কোন টাকা পয়সা দিতে হবে না। যে পুলিশ অসদুপায় অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি, হত্যা, নৈরাজ্য থেকে শ্যামপুরবাসী এখন মুক্ত। ধ্বংসাত্বক মাদকও নির্মূল এর পথে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বদাই তৎপরত। ওসি মিজানুর রহমান তার উপর সরকারের অর্পিতা দায়িত্ব পালন করে পূর্বের কর্মস্থলের মত শ্যামপুর এলাকা বাসীর মনে স্থান করে নিয়েছেন। ওসি মিজানুর রহমান পুলিশ বাহিনীর গর্ব। অত্র অঞ্চলের অপরাধীরা পালিয়ে বেড়াচ্ছে়। আর সাধারণ মানুষ ওসির জন্য দোয়া করে, তার সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে।