সোহেল আহমদ গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রাম উওর পীরবাড়ী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এইচ,এস, সি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে জিপিএ A+পেয়ে উত্তীর্ণ হওয়ায় বাগিরঘাট গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মোঃ ওয়াহিদআহমদকে এবং বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে A গ্রেডে উত্তীর্ণ হওয়ায় দেউলগ্রামের শামীম আহমদের পুত্র সাব্বির আহমদকে নগদ প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হয়।
সোমবার (২২ জুলাই ) সন্ধ্যা ৭ টায় পীর বাড়ি ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয়ে ট্রাস্টের সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং বুধবারি বাজারের ২ নং ওয়ার্ড সদস্য ছিদ্দিকুর রহমান ছাদিক, লুলু আহমদ, মাও আব্দুর রব, ওয়াদুদ আহমদ, হাঃ জসিম উদ্দিন , এনায়েত হুসেন মুন্না, আবুল হাসনাত, রিহাদ আহমদ, সুফিয়ান আহমদ, হুসাইন আহমদ, ওয়াহিদ আহমদ, সাব্বির আহমদ, মুবিন আহমদ, শাওন আহমদ, তানভীর রাশীদ, তায়ীব আহমদ-সহ সংগঠনের সদস্যবৃন্দ এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।