- মোহাম্মদ রাসেল স্টাফ রিপোর্টার মৌলভীবাজার।
আমাদের চারপাশে বর্তমানে একটি ভূয়া গুজব ছড়ানো হচ্ছে সেটা হলো ছেলেধরা বা কল্লাকাটা।
সেটা কী সত্য নাকি ভূল, আমরা আমাদের নিজের চোকে না দেখলে বিশ্বাস করতে পাড়ব না।
আপনি কী কখনো সুনেচেন ব্রীজ তৈরি করতে কল্লা লাগে, নিশ্চই না।
তা হলে আমরা একটা শিক্ষিত জাতি হয়ে কি ভাবে বিশ্বাস করলাম
বর্তমানে শেখ হাসিনার নেত্রীত্বে দেশ এগিয়ে যাচ্ছে আর সেইটা কিছু লোকের ভালো লাগছে না তাই তারা এ রখম গুজব ছড়ায় বিভিন্ন গনমাধ্যমে
আসুন এর প্রতিকার করি, গুজবের বিরুদ্ধে রুখে দাড়াই।
আর তারপর ও যদি আমাদের সন্দেহজনক কিছু লাগে তবে আমরা যেনো পুলিশ কে খবর দেই।
এমনি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে উক্ত সংগটনের সাধারন সম্পাদক।