মোহাম্মদ রাসেল স্টাফ রিপোর্টার সিলেট বিভাগ।
খলিলপুর ইউনিয়নের বন্যার্ত মানুষ ছুটছে আশ্রয়ের সন্ধানে।সরজমিনে গিয়ে দেখা যায়, শেরপুর টু মৌলভীবাজার রাস্তায় আশ্রয় নিয়েছে শত পরিবার। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নীচে তাদের বাসস্থান। আমাদের সকলের অবগত যে, বন্যার্তদের অবস্থা দিন দিন দু্র্বিসহ হয়ে উঠছে। বর্তমানে বন্যার অবস্থা খুবই করুণ। ঘরবাড়ি, ফসলের জমি, গবাদি পশুসহ বসবাসের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখন বন্যার পানিতে নিমজ্জিত। অনেকেই পরিবার পরিজন নিয়ে রাস্তায় নেমেছেন। তাদের থাকার মতো আশ্রয় নেই। নেই পর্যাপ্ত খাবার কিংবা চিকিৎসার সুযোগ।বন্যা কবলিত সেইসব মানুষদের খাবার, চিকিৎসা, বস্ত্রসহ আরো বিভিন্ন সামগ্রী অতীব জরুরী। যা বর্তমানে তাদের নেই। এই অবস্থায় বন্যা কবলিত সেই অসহায় মানুষগুলোর প্রয়োজন আমাদের সাহায্যের।