মোহাম্মদ শাহ্ আলম হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের সাংবাদিকদের সঙ্গে রোববার দুপুরে একটি মতবিনিময় সভা করেছেন সদর মডেল থানার নবাগত ওসি মো. মাসুক আলী। হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা হয়।
সভায় ওসি (তদন্ত) জিয়াউর রহমানের পরিচালনায় ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবাগত ওসি মো. মাসুক আলী।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, জিটিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন দৈনিক সংবাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ্ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সভায় ওসি মাসুক আলী হবিগঞ্জ সদর থানায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধসহ সব অপরাধ নির্মূলে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও দায়িত্ব পালনকালে তিনি সব সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন।