মোঃ হাফিজুর রহমান হাফিজ।
মেলান্দহ প্রতিনিধি।
জামালপুর মেলান্দহ ঝিনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উওোলনের দায়ে ৮টি ডে্জার মেশিন আগুনে পুড়ে দিয়েছে জেলা প্রশাশন।
আজ বৃহস্পতিবার ৪ জুলাই ১০নং ঝউগড়া ইউনিয়নের হাজিপুর ও গাজিপুর এলাকা থেকে অবৈধ ভাবে বালু উওোলনের সময় ঝিনাই নদী থেকে নির্বাহী ম্যাজিট্টেট সহ জেলা কমিশনার ভুমি (এস এম মাজহারুল ইসলাম ) মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আরও একই দিনে হাজিপুর বাজারে লাইসেন্স বিহীন একটি করাত কলের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।