ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ
সরাসরি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ সকল সুযোগসুবিধার এক দফা এক দাবিতে নেত্রকোণা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আটচল্লিশ ঘন্টার কর্মবিরতি শুরু করেছেন।
মঙ্গলবার সকাল থেকে নেত্রকোণা পৌর সার্ভিস এসোসিয়েশনের সকল পর্যায়ের নেতারা প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার সভাপতি নেত্রকোণা পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী নুরুন নবী, নেত্রকোণা পৌর ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার মিলন,
ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মামুন, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল হক খান টিপু, নেত্রকোণা জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর ইউনিট সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল আল মাসুদ রাসেল, জেলা ইউনিটের সম্মানিত সদস্য নন্দন কুমার দত্ত, সুব্রত রায় টিটু প্রমূখ।
নেত্রকোনার ৫ টি পৌরসভার নেতা কর্মীউপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে আরো উপস্থিতছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল তিনি বলেন আপনাদের সাথে যা হচ্ছে সেটা খুবি দুঃখ জনক, আমি তার নিন্দা জানাচ্ছি ।
বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আটচল্লিশ ঘন্টার আন্দোলের সময় বাড়িয়ে তা দ্বিগুণ করা হবে।
এদিকে কর্মবিরতি পালনে পৌরসভা সংশ্লিষ্ট কার্যক্রমের সকল ধরণের সেবা থেকে বঞ্চিত ও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নাগরিকরা।