সুজন রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় প্রশিক্ষণরত ৩৬ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার’দের রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম ও সহকারি পুলিশ সুপার রায়হান ইবনে রহমান।
উল্লেখ্য, যে ৩৬ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের শিক্ষা সফরের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত ১৫ জন এএসপি রাজশাহী জেলার পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় সফররত এএসপি’দেরকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
পুলিশ সুপার মতবিনিময় কালে সফররত শিক্ষানবিশ এএসপিদের উদ্দেশ্যে বলেন, লক্ষ প্রাণের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নতুন কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে কাজ করতে হবে। এছাড়া পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কর্মকর্তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের বিকশিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।