জুয়েল রানা,মুরাদনগর,কুমিল্লা:
শ্রীকাইল টু মেটংঘর সড়কের সোনাকান্দা ব্রিজে বড় বড় গর্ত! ঝুঁকিপূর্ণ যানচলাচল, যে কোন মুর্হতে বড় ধরনের এক্সিডেন্ট হওয়ার আশংকা রয়েছে :
অনতিবিলম্বে স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক ও সেতু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই সেতুর বিকল্প ড্রাইবেশন করে, সেতু অপসারণ করে নতুন করে সেতু নির্মাণে সম্পন্ন করে জনসাধারণের জান মাল সময়ে নিরাপত্তা প্রদানে কাজ করবেন।
কারন প্রত্যেক বছর ২৬-২৭ ফেব্রুয়ারি এই এলাকায় লক্ষ লক্ষ লোকের সমাগমে সোনাকান্দা দরবারের মাহফিল অনুষ্ঠিত হয়। রয়েছে উপজেলার একমাত্র সরকারি ঐতিহাসিক শ্রীকাইল কলেজ, সোনাকান্দা মাদ্রাসা, সোনালী ব্যাংক, বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং লক্ষ জনগনের চলাচলে অন্যতম রোড় হচ্ছে শ্রীকাইল – মেটংঘর – কোম্পানীগঞ্জ রোড়। এই ব্রিজ ভেংঙ্গে গেলে এলাকার জনদুর্ভোগ সৃষ্টি হবে।
তাই মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।