শামীম হোসেন,জামালপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নানা কর্মসূচি পালনের অংশ হিসেবে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির ইতিহাস, ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় চলমান উন্নয়নের চিত্র তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জিএস এম মিজানুর রহমান প্রমুখ।
জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আনন্দ শোভাযাত্রায় মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে জমায়েত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে।