হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় মোবাইল ফোন চুরি করতে গিয়ে সজিব মিয়া (১৮) নামের এক যুবক ধরাশায়ী হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে হাত-পা বেধে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। আটককৃত যুবক দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোররাতে দক্ষিণ শ্যামলী এলাকার আব্দুর সামাদ লিটনসহ দুটি বাসা থেকে ৫টি মোবাইল ফোন চুরি করে সজিব। এ সময় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করে। এ সময় তার সহযোগী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে বেধে রাখে। খবর পেয়ে তার মা ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় যুবক হওয়ায় তাকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
স্থানীয় লোকজন জানান- সজিব প্রায় সময়ই নেশাগ্রস্থ হয়ে এলাকায় বিভিন্ন সমস্যর সৃষ্টি করে। এছাড়া এলাকার বিভিন্ন সময়ে বাসা বাড়িতে চুরি করে থাকে। গতকাল ওই বাসা দুটির জানা খোলা ছিলো। এ সুযোগে সজিব বাঁশের মধ্যে আটা লাগিয়ে জানালা দিয়ে ৫টি মোবাইল ফোন চুরি করে নেয়।