ভাড়াটিয়া ও বাড়িওয়ালা তথ্য সংগ্রহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বৃহস্পতিবার (২০ শে জুন) বিকেলে সায়দাবাদ ধলপুর কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) গন তাদের নিজ নিজ থানা এলাকায় ভাড়াটিয়া ও বাড়ি ওয়ালা দের তথ্য সংগ্রহ ফর্ম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিতরনের বিবরণ তুলে ধরেন। এ কর্মসূচি সফলতার জন্য বিভিন্ন পেশার নাগরিকদের সহযোগিতা কামনা করেন তারা।
এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ কর্মসূচি সফল করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।
পুলিশ অফিসার ও বিভিন্ন পেশার নাগরিকদের বক্তব্য শুনে ওয়ারি জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ভাড়াটিয়া তথ্য সংগ্রহ অনেকেই বিরক্ত বোধ করেন অনেক বাড়িতেই দরজা খুলতে চান না কিন্তু এর মাধ্যমে নাগরিক জীবন নিরাপদ, তেমনি পুলিশ ও তাদের সেবার পরিধি বাড়াতে সক্ষম।
সভায় শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রকিবুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর ( অপারেশন) মোহাম্মদ জামাল হোসেন, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম পুলিশ, ইন্সপেক্ট (অপারেশন) আয়ান দ্বীপ, কদমতলী থানার অফিসার ইনচার্জ মীর জামাল উদ্দিন, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সাজু মিয়া, পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) মাহবুবুর রহমান সুমন,ডেমরা থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, ওয়ারী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ও গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ রাসেল সহ পুলিশ কর্মকর্তা , জুরাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কমিশনার ও শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু , যুগ্ন সাধারন সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নং ওয়ার্ড কমিশনার হাজী মোঃ মাসুদ, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম মাসুম , যুগ্ন সম্পাদক মহিবুল্লাহ মহিদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সামিউল, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক শরীফ মুহাম্মদ আলমগীর সহ অত্র অঞ্চলের আওয়ামী লীগের বিভিন্ন থানার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা , ইমাম, শিক্ষক, সাংবাদিক, লেখক ব্যবসায়ী প্রমুখ উপস্থিত ছিলেন।