মোহাম্মদ আনোয়ার হোসেন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন উদ্দিনের পদোন্নতি ও বদলিতে বিদায় সংর্বধনা জানান এ বিভাগের বিভিন্ন থানার কর্মকর্তারা।
বৃহস্পতিবার ২০ শে জুন দুপুর ১২টায় ডিসি অফিসের সম্মেলন কক্ষে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন জুনের এসি মহোদয়, এ ডিসি মহোদয় গণ ও কর্মকর্তারা বিদায় সংর্বধনা জানান ।
বিদায় সংর্বধনা অনুষ্ঠানে ফরিদ উদ্দিন সকল কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, মানুষ তখনি সম্মান পায় যখন সে অন্য আরেকজনকে সম্মান দেয়।
আপনারা সব সময় সৎ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সহিত কাজ করবেন। নিজের সত্ত্বাকে বিশ্বাস করবেন।একমাত্র নিজের সত্ত্বাকে বিশ্বাসের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। সেই সাথে নিজের পিতা-মাতাকে সম্মান করবেন এবং নিজের সন্তানদের সঠিক পথে শিক্ষা দিবেন।
বিদায় সংর্বধনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) নাজমুন নাহার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সার্বিক) মোঃ ইফতেখারুল ইসলাম ,অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম (ডেমরা জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রুহুল আমিন (ওয়ারী জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কমিশনার মোহাম্মদ আজাদ (রাজস্ব), ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার শামসুজ্জামান বাবু, ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম, শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান , অফিসার ইন্সপেক্টর (তদন্ত ) রকিবুল ইসলাম, অফিসার ইন্সপেক্টর (অপারেশন) জামাল হোসেন, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, অফিসার্স ইন্সপেক্টর (অপারেশন) আইয়ান দ্বীপ, কদমতলী থানার অফিসার ইনচার্জ মীর জামাল উদ্দিন, অফিসার (তদন্ত ) মোহাম্মদ সাজু মিয়া, অফিসার ( অপারেশন) মাহবুবুর রহমান সুমন, ডেমরা থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, ওয়ারী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, অফিসার্স (অপারেশন) মোহাম্মদ আমিরুল ইসলাম, গেন্ডারিয়া থানার অফিসার আব্দুল জলিল, অফিসার অপারেশন মোঃ রাসেল প্রমুখ।