স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।(১৯ জুন) বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার চক কৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাসান আলী জয়পুরহাট সদর উপজেলার -কোচনা পুর গ্রামের আব্দুল আলীমের ছেলে।
জপুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার এ, কে, এম, এনামুল করিম জানান, হাসান আলী দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। চক কৃষ্ণপুর এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে এমন খবর তাদের কাছে আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬৯০টি ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, তিনি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি চক কৃষ্ণপুর এলাকায় বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে বুধবার সে ধরা পড়লো।