নবীনগর প্রতিনিধি :
ব্রাক্ষনবাড়ীয়া নবীনগর উপজেলা কাইতলা দক্ষিন ইউনিয়ন গোয়ালী একটি সাদা রংঙ্গের গাভী সহ চুর মোঃ আতাউর ২৮ সে নবীনগর উপজেলা লাউর ফতেপুর বাশারুক গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
অদ্য ১৮,৬,১৯ ইং মঙ্গল বার দুইটার দিকে একটি সাদা রংঙ্গের গাভী চুরি করে পালিয়ে যাওয়ার সময়,কাইতলা শংকর পুর গোয়ালীর মোঃ ইব্রাহিম মাষ্টারের প্রজেক্টের পাশ দিযে যাওয়ার সময় গরু রাখাল তাকে জিজ্ঞেস করলে গরু কোথায় থেকে আনছ, এই কথা বলার সাথে সাথে দৌও রাতে থাকলে গোয়ালী জনতার হাতে ধরাপরলে, নবীনগর উপজেলা শিবপুর ক্যাম্পের উপ পরিদর্শক আব্দুর রহিম কে খবর দিরে তার দিকনির্দেশনায়,,,টু আই সি এ এস আই মোঃ মসিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে, জনতার নিকট থেকে গরু ও চুর সহ উদ্ধার করে শিবপুর ক্যাম্পে নিয়েযায়। এই ব্যাপারে
মামলার প্রস্ততি চলছে