জামালপুর প্রতিনিধি :
জামালপুর মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিমের দিক নিদেশর্নায় এস আই রফিকুলের সঙ্গী র্ফোস সহ গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহউপজেলার পাহাড়ি পটল এলাকা থেকে দুজন কে গেফতার করা হয়। গেফতার কৃতদের নাম জাহাঙ্গীর( ৩৮) রেজাউল (৩৫)
তাদের কাছ থেকে(২০) পিস ইয়াবা সহ হাতেনাতে গেফতার করে পুলিশ। এলাকা বাসি আরো জানায় তারা দীর্ঘদিন দরে মার্দক ব্যাবসা করে আসছে। ১৫ জুন রাএে ১,৪৫ মিনিটের সময় গেফতার করে পুলিশ সুএে জানা যায় এলাকা বাসি জাহাঙ্গীর ও রেজাউল করিম হিরা গেফতার হওয়াতে সন্তােষ প্রকাশ করে। গেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে ধায়ায় একটি মামলা হয়।
