মোহাম্মদ আনোয়ার হোসেন:
জুরাইনের নবনিযুক্ত ট্রাফিক ইনস্পেক্টর গোলাম কবিরের সাথে জুরাইন প্রেসক্লাবের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ-সময় তারা নতুন ট্রাফিক ইন্সপেক্টর এর সাথে মতবিনিময় করেন।
১৮ ই জুন মঙ্গলবার জুরাইনে তার অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন জুরাইন প্রেসক্লাবের সভাপতি সাহেল আহমেদ সোহেল, সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে নতুন ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) বলেন, কাগজপত্র বিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আরও শক্তিশালী অভিযান পরিচালনা করা হবে। আমি দায়িত্বে থাকাকালীন এখানে দালালদের কোনো স্থান হবে না।
গত ১৪ জুন গোলাম কবির ট্রাফিক ইন্সপেক্টর ( টি আই ) হিসেবে জুরাইনে যোগদান করেন।