নবীনগর কুড়িঘর গ্রামের কৃতি সন্তান এলাকর সকলের প্রিয় ও পরিচিত মুখ বিজয়নগর উপজেলা লক্ষীমুড়া বাজার মাদ্রাসার প্রতিষ্টাতা শিক্ষক মাওঃ কবির হুসাইন সাহেব এক মর্মমান্তিক সড়ক দুর্ঘনায় ইন্তিকাল করিয়াছেন ইন্নালিল্লাহি অ ইন্না ইলাহী রাজিউন।
সরোজমিনে গিয়ে জানা যায় তিনি আজ মাদ্রাসা থেকে অসুস্থ স্ত্রীকে দেখ বাড়িতে আসার পথে গোকর্ণ ঘাট এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে নেওয়ার পথে তিনি মারা যান
উল্যেখ। তিনি মারা যাবার প্রায় দু’মাস আগে তার মা মারা যান গত রমজানের ঈদের আগের দিন ব্রাহ্মণবাড়িয়া মিশন হসপিটাল সিজারের মাধ্যমে তারএক কন্যা সন্তান জন্ম হয় তার পর ঈদের দিন মারা যায় তার ঐ কন্যা নবজাতক কন্যা সন্তান
মিশন হসপিটালের চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে তার স্ত্রী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
মাওলানা কবির হোসেন মারা যাওয়ার সময় তার অসুস্থ স্ত্রী ও তিন কন্যা সন্তান ও দুই ছেলে সন্তান রেখেযান তারা হলেন
বড় মেয়ে (১)সাদিয়া আক্তার(১৪). (২)মোঃ সাইম(১১)..(৩)সাইদা(৮)..(৪)হাফসা(৬)..(৫)ফাহিম(৪)
এই এতিম শিশুদের কি হবে জনমনে এখন আতঙ্ক