মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদ পুর ইউনিয়ন হাদি ফকিরহাট বাজারে আগুন লেগে গাছের দোকান সহ মোট পাঁচ দোকান পুড়ে গেছে। (১৮ জুন) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সংঘটিত এ ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো রাশেল এর টার্কি মুরগির দোকান, আলাউদ্দিন এর কাঠের দোকান। মুদির দোকান, চায়ের দোকান সহ মোট পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মীরসরাই ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটে আগুন চার দিকে ছড়িয়ে পড়লে বাজারের এক ব্যবসায়ী মীরসরাই ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এর দুই ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মীরসরাই স্টেশন অফিসার তানভির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে।