হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে একলাছুর রহমান নামে এক অসহায় ব্যক্তির লিজ নেওয়া পুকুরের নাল কেটে দিয়েছে দূর্বৃত্বরা। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতির সাধিত হয়েছে বলে জানা গেছে। ১৩ জুন বৃহস্পতিবার ভোররাতে উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামে এঘটনাটি ঘটেছে। দূর্বৃত্বরা হলেন – ওই গ্রামের আব্দুল নূর সহ তার পুত্র ছাদেক মিয়া ও আব্দুল কাদির। জানা যায়, একলাছুর রহমান পৌরশহরে মাছের বাজারে মাছের ব্যবসা করেন। এবং ২৭ শতক জায়গা উপর একটি পুকুরের ৫ বছরের লিজ নিয়ে মাছ চাষ করতেন তিনি। গত বৃহস্পতিবার ভোররাতে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির আব্দুল নূর সহ তার দুই পুত্র ছাদেক মিয়া, আব্দুল কাদির সহ একদল দূর্বৃত্বরা তার পুকুরের নাল কেটে দিয়েছে। যার ফলে পুকুরের সব মাছ চলে যাওয়ায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতির সাধিত হয়েছে ৷ অসহায় একলাছুর রহমান প্রশাসনের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছেন।