জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (১৫) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।
নিহত মাসুদ রানা উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বালাইট গ্রামের মো.জাহিদুল ইসলামের ছেলে এবং কালাই পৌর এলাকার থুপসাড়া সেলিমিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
রবিবার গভীর রাতে কোন এক সময় উপজেলার জয়পুরহাট-বগুড়া মাহাসড়কের বালাইট তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মাসুদ রানা পরিবারের সাথে রাতের খাবার খেয়ে বাহিরে বের হয়। তার পর আর ফিরে না আসলে অনেক খোঁজা খুঁজি শুরু করে পরিবারের লোকজন। ভোর রাতের দিকে পথচারীরা জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বালাইট তিনমাথা এলাকার রাস্তার পাশে একটি অল্পবয়সী কিশোরের লাশ পড়ে থাকতে দেখে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন এসে মাসুদের লাশ সনাক্ত করেন।
এলাকাবাসীর ভাষ্য মতে রাতের কোন এক সময় গাড়ী মাসুদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশে পড়ে থাকার কারনে কেউ দেখতে পায়নি। ভোররাতের দিকে খোঁজ পাওয়া গেলেও মৃত অবস্থায় পাওয়া যায়। তার বুকে আঘাত এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারনেই মাসুদ মারা গেছেন।
তার এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার ও গ্রামবাসী।
কালাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।