হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ আদালত প্রাঙ্গনে টাকা ছিনতাইয়ের অভিযোগে মোহাম্মদ (২৫) নামে এক নেশাখোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আটককৃত যুবক সদর উপজেলার বড় বহুলা গ্রামের তিতু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে হবিগঞ্জ আদালত প্রাঙ্গনে নেশাগ্রস্থ অবস্থা এক ব্যাক্তির কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ তাকে পাকরাও করে ধরে পেলে। পরে উপস্থিত জনতা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।সদর থানার এসআই সাইদুর রহমান