টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
ঘাটাইল থানার লোকেরপাড়া ইউনিয়নের চর বকশিয়া গ্রামে মসজিদের জমি নিজেদের দাবী করে আব্দুস ছালাম নামক এক ব্যক্তি। তিনি মসজিদে তালা ঝুলিয়ে রেখেছেন।
আজানের সময় হলে তালা খুলে তাদের আত্নীয় ও ইমাম সহ ৩ জনে প্রতিদিন নামাজ পরেন । স্হানীয় মুসুল্লিরা এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।
স্হানীয়রা আরো জানান এলাকার কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায় তাকে মেরে বেড় করে দেয় মসজিদ থেকে।