মোহাম্মদ শাহ্ আলম হবিগঞ্জ
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ ৭ জুন শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে৷ তবে পুলিশ জানিয়েছে যুবকের পরিচয় পাওয়া যায়নি৷
ধারণা করা হচ্ছে ভোরে কোন বাস বা অন্য কোন পরিবহনের চাপায় যুবকের মৃত্যু হয়েছে৷
হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।