আনোয়ার হোসেন: গত ২রা মে তারিখে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা শাহিন কবিরের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের শ্যামপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নাম মোঃ মুন্না (৩০) ফরহাদ (২৮) ও মনির হোসেন (৩২)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ১টি মোবাইল উদ্ধার করতে পারলেও ছিনতাইকৃত সাড়ে ৯ হাজার টাকা ও হাতঘড়িটি উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ।
আজ শ্যামপুর মডেল থানার এসআই কে এম এন জামানের নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, মুন্না ও তার সহযোগীরা এর আগেও কয়েকবার পুলিশের হাতে ধরা পড়ে এবং তাদের নামে আরো তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত মোবাইল সেটটি আজ শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মোবাইল টির স্বত্বাধিকারী শাহীন কবির এর কাছে বুঝিয়ে দেন।