হৃদয় সাহা, স্টাফ রিপোর্টারঃ স্বেচ্ছাসেবী সংগঠন অনলাইন এ্যাক্টিভ ফোরামের উদ্যোগে অসহায় দুস্থ ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরনী অনুষ্ঠান শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার গর্ন্ধব্যপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন অনলাইন এ্যাক্টিভ ফোরামের উদ্যোগে অসহায় দুস্থ ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরনী অনুষ্ঠান শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার গর্ন্ধব্যপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড: রহমত উল্যা বিপ্লব। ফোরামের সভাপতি কামাল হোসেন মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,মো: রবিউল ইসলাম খান, জেলা মৎস্য অফিসের সাবেক সিনিয়র সহকারী পরিচালক সুনিল চন্দ্র ঘোষ, এলাকার সমাজ সেবক ও সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, কবির হোসেন পাটোয়ারী, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ।
বক্তব্য রাখেন, আবুল বাকের, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক. শিশির মাহমুদ ও ফোরামের সহসভাপতি রুবেল খান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ ও রাব্বী খান, সাংগঠনিক সম্পাদক মো: রেদোয়ান, অর্থ সম্পাদক বিপুল চন্দ্র দাস প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অসহায় ও দুস্থ ৬৭ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। এসময় ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।