ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ আগষ্ট) ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক, সৌমিক রায়, সদর থানার সম্মানিত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান, ৬ নং বিট অফিসার,আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ চন্দ্র রায়,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় মাদক দ্রব্য নির্মূলে উপস্থিত সুধীজন বিভিন্ন মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন,এস আই কামাল হোসেন।
নুরে আলম শাহ :স্টাফ রিপোর্টার::